করাইয়ানগর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা

92

পূর্বদেশ অনলাইন
সাতকানিয়া উপজেলার করাইয়ানগর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উদ্যোগে দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম ২০২২ সম্পন্ন হয়েছে। গত রবিবার দিনব্যাপী এ চিকিৎসাসেবার আয়োজন করে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। এতে ২০ জন চিকিৎসক চক্ষু, ডায়াবেটিস, হৃদরোগ, মেডিসিন, শিশু, চর্ম, গাইণী, কিডনী ও দন্ত সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অন্য দিকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোহাম্মদুল হক মেজবাহ, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ তৌহিদুর রহমান সোহেল, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাঃ খোরশেদ আনোয়ার এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এ, এন, এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। সকালে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করাইয়ানগর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের প্রধান উপদেষ্টা চিটাগং ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহফুজুল হক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন। পরিষদের সভাপতি ডাঃ মোহাম্মদুল হক মেজবাহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুর রহমান, পরিষদের সিনিয়র সহ সভাপতি আইআইইউসি এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন এর ডাইরেক্টর (ইনচার্জ) মুহাম্মদ মাহফুজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমান, প্রাক্তন ছাত্র পরিষদের সহ সভাপতি এডভোকেট আবু তাহের, আব্দুর রহমান মাস্টার, সেক্রেটারী নুরুল আলম মন্টু, যুগ্ন সম্পাদক এনামুল হক, মোঃ জামাল উদ্দিন, ইঞ্জি. জিয়াবুল হক, নেজাম উদ্দিন, অরুণ কান্তি মজুমদার, টিকলু কুমার দাশ ও মোহাম্মদ হোছাইন প্রমুখ। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করে প্রফেসর ড. মাহফুজুল হক বলেন, এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান একটি মহান মানবিক কার্যক্রম। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের কাজ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষরা উপকৃত হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অতিথিবৃন্দ