কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

2

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ঢাকা থেকে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে মোহাম্মদ সুমন নামে ওই ব্যক্তি মারা যান। সুমন ঢাকার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, সোমবার ঢাকা থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ সুমন। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন আবাসিক হোটেল কল্লোলে উঠেন। মঙ্গলবার দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি সৈকতে ঘুরতে যান। এ সময় তারা সৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে ভেসে যান মোহাম্মদ সুমন।
সুমনের স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড ও বিচকর্মীদের জানান। তারা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।