কক্সবাজারে আবার চালু হচ্ছে জন্মনিবন্ধন

251

দীর্ঘদিন ধরে কক্সবাজারে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে চাকরির আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে জন্ম নিবন্ধন সনদ দরকার হওয়ায় দুর্ভোগ চরমে ওঠে।
স্থানীয়দের দুর্দশার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠি পাঠানোর পর অবশেষে জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেয়া হচ্ছে বলে জানা গেছে। গতকাল সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনি জানান, রোহিঙ্গাদের কথা মাথায় রেখে কক্সবাজারে জন্ম নিবন্ধন সনদ প্রদানে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগের মতই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সচিব সরাসরি জন্ম নিবন্ধন সনদ দিতে পারবেন না। উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি আবেদনকারীদের জন্ম স্থান এবং জাতীয়তা যাচাই করে জন্ম নিবন্ধন সনদ প্রদান করবে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে প্রতিবেশী দেশ মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৮ লাখ রোহিঙ্গা। এতে দেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ লাখ। আশ্রিত এসব রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন করার জন্য বন্ধ করে দেয়া হয় কক্সবাজারসহ কয়েকটি জেলার অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম। কিন্তু প্রায় ২৮ মাস পরও সচল হয়নি অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম। এরই মধ্যে প্রায় ১১ লাখ ৪০ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে।