‘ওয়ার্নারের কাছে অনেক কিছু শিখতে চাই’

39

বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সব টুর্নামেন্টে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। তাতে লাভ হয়েছে বাংলাদেশের! এবারের বিপিএলের অন্যতম আকর্ষণ অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার। সিলেট সিক্সার্সে সতীর্থ হিসেবে ওয়ার্নারকে পেয়ে দারুণ খুশি আফিফ হোসেন। ঠিক ১০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ওয়ার্নারের কাঁধে এবার সিলেটের নেতৃত্বভার। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে যত বেশি সম্ভব শিখতে চান আফিফ, ‘ওয়ার্নার যেহেতু ওপেনার, তাই তার কাছ থেকে ব্যাটিংয়ের অনেক কিছু শেখার আছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে কীভাবে কাজে লাগায়, টপ অর্ডার কীভাবে ইনিংস গড়ে তোলে তার কাছ থেকে শিখতে চাই।’
দলের সবার সঙ্গে ওয়ার্নারের মিশে যাওয়া ক্ষমতা দেখেও আফিফ মুগ্ধ, ‘সবার সঙ্গে দারুণ সম্পর্ক তার। অনুশীলন বা হোটেলে থাকার সময় সে সবার সঙ্গে অনেক মজা করে।’