ওষুধ চুরি করে পালানোর সময় কর্মচারী আটক

6

নিজস্ব প্রতিবেদক

ওষুধ চুরি করে পালানোর সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে আটক করা হলেও গতকাল বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গোলাম রসূল (৫৯)। তিনি চমেক হাসপাতালের একটি অপারেশন থিয়েটারে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসাবে কাজ করতেন। তিনি আগে থেকেই ওষুধ চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কর্মচারীকে ওষুধসহ হাতেনাতে আটক করা হয়। তার সঙ্গে সরকারি ওষুধের পাশাপাশি রোগীর কিনে আনা ওষুধও পাওয়া যায়। তাকে আগে থেকেই সন্দেহ ছিল। এর আগে ওষুধ চুরি চক্রের বিষয়ে একটি মামলা হয়েছিল। সেই মামলায় গোলাম রসুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’