এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

172

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা চট্টগ্রাম পর্বের শিরোপা নির্ধারণী খেলায় চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গতকাল সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ফাইনালে তারা ছয় উইকেটে পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে এ গৌরব অর্জন করে। টস জিতে পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় আগে ব্যাট করতে নেমে ২১.৫ ওভারে মাত্র ৭১ রান সংগ্রহ করতেই সবকটি উইকেট হারায়। দলের পক্ষে মুন মল্লিক সর্বোচ্চ ২৪ এবং মিনহাজ নুর ১০ রান করেন। এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজের হয়ে সাকিব ও তালহা চৌধুরী তিনটি করে এবং মেজবাহ উদ্দিন দুটি উইকেট তুলে নেয়। জবাবে ২০.১ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজ। দলের উদ্বোধনী ব্যাটর্সম্যান ইসতেখার নুর ২৩ এবং তালহা চৌধুরী ২৫ রানে অপরাজিত থাকে। পাঁচলাইশের উচ্চ বিদ্যালয়ের হয়ে আবুল হাসনাত, সাব্বির ও মিনহাজ নুর প্রত্যেকে একটি করে উইকেট শিকার করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিরাজুল হক। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর প্রমুখ। উল্লেখ্য, চ্যাম্পিয়ন দল এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।