এমবাপ্পেকেও হারালো পিএসজি

21

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শঙ্কাটা জাগিয়ে গিয়েছিলেন টমাস টুখেল। প্যারিস সেন্ত জার্মেই কোচ জানিয়েছিলেন, ‘হালকা চোট’ পাওয়া কিলিয়ান এমবাপ্পের চিকিৎসা চলছে। এমনিতেই নেইমার ও মাউরো ইকার্দিকে হারিয়ে দুশ্চিন্তার মেঘ জন্মেছিল পিএসজি সমর্থকদের মনে, এমবাপ্পেকেও না পাওয়া গেলে আরবি লাইপজিগের বিপক্ষে আক্রমণভাগ গড়াই তো কঠিন হয়ে যাবে! শঙ্কাটাই সত্যি হলো, বুধবারের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে বিশ্বকাপজয়ী তারকাকেও পাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা। ফরাসি লিগ ওয়ানে নঁতের বিপক্ষে আগের ম্যাচে একাদশে থেকে মাঠে নেমে ৭৪ মিনিট পর্যন্ত খেলেছেন এমবাপ্পে। পিএসজির ৩-০ গোলে জেতার পথে পেনাল্টি থেকে স্কোরশিটে একবার নামও তোলেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু ওই ম্যাচে পাওয়া চোট কাল হয়ে দাঁড়ালো। হ্যামস্ট্রিং ইনজুরিতে লাইপজিগের মাঠের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে ছিটকে গেছেন এমবাপ্পে।
পিএসজি তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে তার চোটের বিষয়টি, ‘ডান হ্যামস্ট্রিংয়ের মাংসপেশীতে অস্বস্তিবোধ করায় নঁতের বিপক্ষে ম্যাচ থেকে বেরিয়ে আসতে হয় কিলিয়ান এমবাপ্পেকে। তিনি জার্মানি যেতে পারছেন না। সামনের ৪৮ ঘণ্টায় তার অবস্থা পুনরায় দেখা হবে।’ লাইপজিগের বিপক্ষে আক্রমণভাগে আশার আলো হয়েছিলেন এমবাপ্পে। চোটের কারণে নেইমার ও ইকার্দিকে হারিয়ে এমনিতেই কঠিন চাপে ছিলেন টুখেল, এখন তার ছিটকে যাওয়ায় আক্রমণভাগ সাজাতেই বড় পরীক্ষায় বসতে হবে জার্মান কোচকে।