এবার হকিতে করোনার হানা

15

আসন্ন এশিয়ান হকি চ্যাম্পিয়ন্সশিপের ষষ্ঠ আসরকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের ভালো কিছু করতে বদ্ধ পরিকর স্বাগতিকরা। তাই খুব শিগগিরই অনুশীলন শুরু করার কথা রয়েছে। কিন্তু এর আগেই দুঃসংবাদ শোনা গেল। করোনায় আক্রান্ত হয়েছেন দেবাষীশ। এবারই প্রথম জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি।
রংপুরের তরুণ দেবাশীষ বাংলাদেশ বিমানবাহিনীর খেলোয়াড়। তাকে হকি ফেডারেশনের তত্ত্বাবধানে কুর্মিটোলায় বিমানবাহিনীর আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। বাকি খেলোয়াড়দের নিয়ে আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর। ছয় দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মালয়েশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।