এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়

45

তৃতীয় রাউন্ডে বিদায় লিভারপুলের। এফএ কাপ বলে দুর্বল লাইন আপ নিয়ে মাঠে নেমেছিলো প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। ইংলিশ ক্লাবটি তার মাশুল দিলো তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়ে। উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরেছে রেডরা।
শুরুর একাদশে ৯টি পরিবর্তন আনেন ক্লপ। যার মধ্যে টিন এজার ছিলো তিনজন! এমন সুযোগটা ভালোভাবে নেয় প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। ৩৮ মিনিটে গোল করেন রাউল জিমিনেস। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে একটি গোল শোধ দেন লিভাপুলের ওরিগি। কয়েক মিনিট পর তাদের সেই সমতা উৎসব মাটি করে দিয়ে জয় সূচক গোলটি করেন রুবেন নেভেস। দুর্দান্ত লো ড্রাইভে গোলটি করেন তিনি। ৬৯ মিনিটে অবশ্য আরেকবার সমতার কাছে চলে গিয়েছিলো লিভারপুল। জেরদান শাকিরি বাঁকানো ফ্রি কিক নিয়েছিলেন। দুর্দান্তভাবে তা সেভ করেন উলভস গোলকিপার জন রুডি। প্রায় বেশির ভাগ সময় নিজেদের ছায়া হয়ে থাকায় ক্লপ শেষ পর্যন্ত দ্বারস্থ হন মোহাম্মদ সালাহ ও রবের্তো ফিরমিনোর। তাদের নামালেও ব্যবধানে হেরফের করতে পারেনি ক্লপের শিষ্যরা। এনিয়ে তিন মৌসুমে দুইবার লিভারপুলকে বিদায় দিলো উলভসরা। তাদের পর্তুগিজ কোচ এসপিরিতো সান্তোও দলের এমন পারফরম্যান্সে ভীষণ খুশি, ‘আমি আনন্দিত। আজকের কঠিন ম্যাচেও ছেলেরা দারুণ খেলেছে, আমরা আমাদের সুযোগ কাজে লাগিয়েছি।’