‘এত সহজে সিরিজ জেতার কথা চিন্তাই করিনি’

2

 

২ ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। জানালেন, টাইগাররা সিরিজ জিতবে এই বিশ্বাস তার আগে থেকেই ছিল। কিন্তু সেই জয় যে এমন দাপট দেখিয়ে এত সহজেই জিতবে, তা নাকি তিনি চিন্তাই করতে পারেননি তিনি। তৃতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা অজিদের ১০ রানে হারানোর পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী ও পেশাদার দল। সিরিজ জিতব না এমন ভাবনা ছিল না। কিন্তু এভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। হয়ত জিততে পারি এমন বিশ্বাস ছিল। ’
বাংলাদেশ দলের অদম্য মানসিকতা দেখেও মুগ্ধ পাপন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ জেতার পর একটু স্বস্তি বোধ করছিলাম। দ্বিতীয় ম্যাচ নিয়ে নিশ্চিত ছিলাম না, তবে এটা জেতার পর প্রত্যাশা বেড়ে যায়। তৃতীয় ম্যাচ জেতার আশা নিয়ে অনেকে ভেবেছিল বেশি বেশি চাওয়া হয়ে যাচ্ছে। আজ যেভাবে ১২৭ রান নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, বোলিং-ফিল্ডিং-টিম স্পিরিট-মাঠে কোনো খেলোয়াড় আশা হারায়নি। এটাই ছিল সবচেয়ে সুন্দর।’