এতিম ছাত্রদের জন্য লায়ন্স ক্লাব কর্ণফুলী এলিটের অর্থ সহায়তা

4

করোনা আক্রান্ত লায়নদের রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের নগদ অর্থ সহায়তা দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট। সোমবার বিকালে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা সোলতানিয়া আহমদ ছাফা সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায় সাবেক লায়ন্স জেলা গর্ভনর লায়ন এম এ মালেক, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, সাবেক জেলা গর্ভনর লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন সেতারা গাফফারসহ করোনা আক্রান্ত লায়নদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে এতিম ছাত্রদের মাঝে নগদ টাকা, শীতার্তদের মাঝে কম্বল, শুকনো খাবার বিতরণ করা হয়। ক্লাব সভাপতি লায়ন এম এন ছাফা পিএমজেএফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন লায়ন মোহাম্মদ মুছা, সার্ভিস চেয়ারপারসন লায়ন শিবুল সেন, চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন সাইফুদ্দিন মাস্টার, লায়ন আলমগীর, লায়ন এডভোকেট আনোয়ার হোসেন, সোলতানিয়া আহমদ ছাফা সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার খাদেম সাইফুদ্দীন সাইফসহ লায়ন ও লিও নেতৃবৃন্দ।
এসময় ক্লাব সভাপতি লায়ন এম এন ছাফা বলেন, লায়ন্স ক্লাব মানবিক সংগঠন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একটা বড় এবাদত। করোনাকালে লায়নিজমের সেবা অভাবী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। পুরো বিশ্বের মতো চট্টগ্রামেও সেবার জগতে লায়ন্স ক্লাব একটি অনন্য নাম। আর্তমানবতায় সেবায় নিয়োজিত এসব ব্যক্তিরা করোনা ও রোগমুক্ত থেকে আরো বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সে কামনা করি। বিজ্ঞপ্তি