একুশে বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল উদ্বোধন

15

চট্টগ্রামে অমর একুশে বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বই মেলা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। সকলের সম্মিলনে এ আয়োজন উৎসবে পরিণত হয়েছে। চট্টগ্রামের বইমেলা এখন সকলের মিলন মেলা। সকল বয়সি মানুষের উপস্থিতিতে এ সৃজনশীল আয়োজন প্রতিবছর ব্যাপকতা লাভ করছে। ৯ ফেব্রæয়ারি সন্ধ্যায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল উদ্বোধন করেন একুশে পদকে ভূষিত সাংবাদিক এম এ মালেক ও আবুল মোমেন এবং বাংলা একাডেমি পদকে ভূষিত লেখক-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও রাশেদ রউফ। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, লেখক ও সাংবাদিক ওময় কায়সার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, অমর একুশে বইমেলা চট্টগ্রামের আহŸায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব। সভাপতির বক্তব্যে সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে নেয়া হয়েছে নানা উদ্যোগ। তারই ধারাবাহিকতায় অমর একুশে বইমেলায় স্টল উদ্বোধন। এ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আলহ রাহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সসদ্য জসীম চৌধুরী সবুজ ও মঞ্জুরুল আলম মঞ্জু। চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা ২১দিন ধরে চলবে। এবারের মেলায় অংশ নিয়েছে ১০৮টি প্রকাশনা সংস্থা।