এই ভরাডুবির পরও স্বপ্ন দেখাচ্ছেন নাহিদা!

4

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর আশার কথা শুনিয়ে গেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা। সাদা বলের এই সিরিজকে শিক্ষা হিসেবে নিচ্ছে দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ছয় ম্যাচের একটিতেও ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। এই ব্যাটিং ব্যর্থতার কারণেই ভড়াডুবি হয়েছে। অথচ চলতি বছরই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এমন ভরাডুবিকে একদিক থেকে ইতিবাচকভাবে নেওয়াই যায়। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলে বাংলাদেশ দল জানতে পারলো, তাদের অবস্থান কোথায়?
বৃহস্পতিবার শেষ ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে নাহিদা বলেছেন, ‘ওরা (অস্ট্রেলিয়া) অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। আমরা চেষ্টা করেছি, ওদের বিপক্ষে কীভাবে ভালো ব্যাটিং-বোলিং করা যায়। আমরা ওদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের যে ঘাটতিগুলো হয়েছে, আমরা চেষ্টা করবো সামনের দিনগুলোতে সেগুলো কাটিয়ে ওঠার।’
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। গুরত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে বাংলাদেশের এই পারফরম্যান্স কতটা দুশ্চিন্তার? এমন প্রশ্নে নাহিদা বলেছেন. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও খেলা আছে। ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলবো। আমরা চেষ্টা করবো এই সিরিজে যে ঘাটতিগুলো ছিল, সেগুলো নিয়ে কাজ করার। আমরা আশা করছি, পরবর্তী সিরিজে ভালো খেলতে পারবো।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। মাঠে নামার আগে বেশ কিছু ম্যাচ জেতার কথা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু শেষমেশ অজিরা বুঝিয়ে দিলো দুই দলের পার্থক্য কতটুকু? এনিয়ে নাহিদা বলেছেন, ‘স্কিল বলবো… সন্দেহ নেই, তারা অনেক ভালো ক্রিকেটার। তাদের স্কিল অনেক ওপরে।