ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ীর ১৬ বছরের জেল

8

নিজস্ব প্রতিবেদক

নগরীর জনতা ব্যাংকের লালদীঘিপাড় শাখা থেকে ১১ কোটি ৮১ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করায় ব্যবসায়ী শহীদুল করিম চৌধুরীকে পৃথক তিনটি ধারায় ১৬ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। একই রায়ে আদালত ২০ কোটি ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদন্ড দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবুর রহমান চৌধুরী জানান, আদালত রায়ে দন্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। এছাড়া ২০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
একই রায়ে দন্ডবিধির ৪২০ ধারায় ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। এছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আর দন্ডবিধির ৪৭৭ (ক) ধারায় ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
তিনি আরও জানান, সবগুলো ধারায় সাজা একসঙ্গে চলবে। সেই হিসেবে ওই ব্যবসায়ীকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ২ জুলাই চট্টগ্রাম নগরীর লালদীঘি পাড়ের জনতা ব্যাংকের শাখা থেকে ১১ কোটি ৮১ লাখ টাকা ঋণ নেন ব্যবসায়ী শহীদুল করিম চৌধুরী। পরে এ ঋণ পরিশোধ না করায় কোতোয়ালি থানায় মামলা হয়। ২০০৩ সালের ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১১ জনের সাক্ষ্য শেষে রোববার আদালত এ রায় দিয়েছেন।