ঈদে মিলাদুন্নবী (স.) উদ্যাপন

8

 

চট্টগ্রাম জেলা পরিষদ : চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ১৯ অক্টোবর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে মিলাদে অংশ নেন। মিলাদ পরিচালনা করেন সরকারি সিটি কলেজ জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আবু সাঈদ নূরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব মো. দিদারুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, জাফর আহমেদ, আ ম ম দিলসাদ, শওকত আলম শওকত, কামরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দীন, দিলোয়ারা ইউসুফ, এডভোকেট উম্মে হাবিবা, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ ছাড়াও জেলা পরিষদ টেকনিক্যাল কমিটির অ্যাডভাইজার প্রকৌশলী মেজবাহ উল আলম লাভলু, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
গাউছিয়া কমিটি রহমান নগর শাখা : ১৯ অক্টোবর বাদে এশা ৮নং শুলকবহর ওয়ার্ডের রহমান নগরস্থ মসজিদ-এ-নূর প্রাঙ্গণে গাউছিয়া কমিটি বাংলাদেশ রহমান নগর শাখা ও মসজিদ-এ-নূর পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন কাউন্সিলর মো. মোরশেদ আলম।
মসজিদ-এ-নূর পরিচালনা কমিটি সিনিয়র সভাপতি ছিদ্দিক আহমদ কোম্পানির সভাপতিত্বে ও গাউছিয়া কমিটি বাংলাদেশ রহমান নগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদুল হক এর সঞ্চালনায় মাহফিলে উদ্বোধক ছিলেন মসজিদ-এ-নূর এর খতিব এম এস সেকান্দর হোসাইন আল কাদেরী, প্রধান আলোচক হিসেবে তাকরিব পেশ করেন মাদরাসা-এ-রেজভীয়া তৈয়বিয়া হিফজখানা ও মফজল আহমদ এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ সিরাজুল মোস্তফা সিদ্দিকি, গাউসিয়া কমিটি বাংলাদেশ রহমান নগর শাখা সভাপতি ডা.মুহাম্মদ মোসলেহ্ উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিছুর রহমান মানিক, সমাজসেবক আলী হায়দার প্রমুখ।
কদমতলী মহল্লা কমিটি : বায়তুশ শরফের পীর প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা মুহাম্মদ আবদুলহাই নদভী বলেছেন, রাসুলে করীম (স.) হচ্ছেন পবিত্র কোরআনের বিমূর্ত রূপ ও আদর্শ মহামানব। তাঁর আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য সম্ভব নয়। মানুষের ধর্ম ও জীবন দর্শন রাসুলের সীরাত ও বাস্তবজীবন ধারা ছাড়া সম্পূর্ণ ব্যর্থ। তাই রাসুলের উত্তম আদর্শ বিশ্ববাসীর জন্য অনুরকরণীয়। গত ২১ অক্টোবর সন্ধ্যায় নগরীর কদমতলী মহল্লা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মিলাদুন্নবী মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। ইকরামুল হুদার সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা মামুনুর রশীদ নূরী। বক্তব্য দেন নুরুল ইসলাম নুরু, বদরুল হুদা মুরাদ। উপস্থিত ছিলেন সর্দার আবদুশ শুক্কুর, মো. সেকান্দর মিয়া, লিয়াকত আলী সর্দার, শামসুল আলম, আহমেদুর রহমান, হাজী মোহসিন প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মো. নাহিদ ও দিলদার হোসেন সর্দার। শেষে বিশেষ মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি