ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগের চ্যাম্পিয়ন নির্বাণ

54

ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নির্বাণ। গতকাল তারা দামপাড়া পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে রামপুর একাদশকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
এর আগে নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হওয়ার সরাসরি খেলা টাইব্রেকারে যায়।
টাইব্রেকারে নির্বাণের পক্ষে গোল করেন তাজুল ইসলাম, মো. শাহরিয়ার ইসলাম, জুনায়েদ আলী, মিরহাজুল আনোয়ার। রামপুর একাদশের পক্ষে মো. হৃদয় ও শান্ত দাশ গোল করেন
খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রæপ অফ কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, সিইও এন ইউ এম হুমায়ুন, সিওও গোলাম মোস্তফা, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহ মঈনউদ্দিন হাসান, ইস্পাহানি গ্রæপ অব কোম্পানিজের কর্পোরেট ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. বিজয় বসাক। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আমেনা বেগম(প্রশাসন অর্থ), মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক), উপ-পুলিশ কমিশনার(সদর) আমজাদ আহমেদ, সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) এসএম মেহেদী হাসান, সহ-সভাপতি ও উপ পুলিশ কমিশনার(ট্রাফিক, উত্তর) মো. শহিদুল্লাহ, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক,বন্দর) তারেক আহমেদ, উপ পুলিশ কমিশনার(পাবলিক অর্ডার ম্যানেজম্যান্ট, উত্তর) হারুন-উর-রশীদ হাযারী, উপ পুলিশ কমিশনার(কাউন্টার টেরোরিজম ইউনিট) হাসান মো. শওকত আলী, সহকারী পুলিশ কমিশনার(র্ফোস) আরিফ হোসেন । সিএমপি এর অন্যান্য কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক সাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান, মিনহাজ উদ্দিন আহমেদ, ফরিদ আহমেদ, সংস্থার নির্বাহী কমিটির সদস্য মমতাজুল হক রুক্কু, কায়সার মির্জা, সেকান্তর কবির, ফুটবল কমিটির সম্পাদক শামীম আজাদ খোকন, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক নাসির মিয়া, এমএ মুসা বাবলু, রাকিব মাহমুদ, মাহবুবুল আলম ভূইয়া মুকুল, ফুটবল কমিটির সদস্য সাইদ আব্বাস, সাবেক ফিফা রেফারি মারুফ সিকদার, জহির উদ্দিন, লুতফুর কাদের বাবর, মো. মুছা।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল নির্বাণকে নগদ বারো হাজার টাকা, ট্রফি ও মেডেল এবং রানার্সআপ দল রামপুর একাদশকে নগদ আট হাজার টাকা, ট্রফি ও মেডেল দেওয়া হয়।
লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান রামপুর একাদশের খেলোয়াড় আরমান শাহ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে নগদ অর্থ ও ট্রফি পান নির্বাণের খেলোয়াড় আফাজ উদ্দিন। সেরা সূ-শৃঙখল দলের পুরস্কার দেওয়া হয় ফরিদ ফুটবল অ্যাকাডেমিকে। পুরস্কার দেয়া হয় দুই সেমিফাইনালিস্ট আবর্তন গোষ্ঠী ও চট্টগ্রাম ইডেন স্টার ক্লাব, কোয়ার্টার ফাইনালিস্ট শিকলবাহা স্পোর্টস অ্যাকাডেমি, কালারপোল ক্রীড়া সংস্থা, মোহরা ফুটবল অ্যাকাডেমি, বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল দলকেও। বিজ্ঞপ্তি