ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

11


নাসিরাবাদ প্রপার্টিজ ইনোভেশন টিম
নগরীর দক্ষিণ খুলশী আবাসিক সোসাইটি নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেডের সামাজিক সংগঠন নাসিরাবাদ প্রপার্টিজ ইনোভেশন টিম এর উদ্যোগে ২৬ মার্চ স্থানীয় একটি রেস্টুরেন্ট ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত করেন নুরুল ইসলাম। নাজিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন ইব্রাহিম কাশেম চৌধুরী, মো. সুফিয়ান আলী, সাখাওয়াত হোসেন সাগর, প্রফেসর ড. মনসুর উদ্দিন আহমেদ ও ডাক্তার গোলাম হাবিব প্রমুখ। গজল পরিবেশন করেন নজরুল ইসলাম মানিক। উপস্থিত ছিলেন বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ওবায়দুল করিম। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন নুরুন্নবী ভুঁইয়া।

মাইজভান্ডারী শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলা
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদে যোহর হতে খুলশীস্থ মাইজভাÐারী খানকা শরীফে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী।
শেখ শাকিল মাহমুদের পরিচালনায় মাহফিলে প্রধান মেহমান ছিলেন সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)। প্রধান আলোচক ছিলেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। বক্তব্য দেন অধ্যাপক মেজবাউল আলম শৈবাল ও মওলানা মুহাম্মদ আবুল মনছুর। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন, শেখ মো. আলমগীর, আহছানুল হক বাদল, মহিউদ্দীন এনায়েত, এ এম কামাল উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল কবির, আবদুল করিম, আবুল কাশেম, খায়রুল ইসলাম সুজন, শফিউল আলম ভুঁইয়া, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মওলানা আলী আছগর, শফিউর রহমান সাইফু, সোহেল চৌধুরী প্রমুখ। মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকীর পরিচালনায় মিলাদ ও আখেরী মুনাজাত পরিচালনা করেন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)।

চট্টগ্রাম-০৭০৯
এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ বাংলাদেশ এ পাস করা শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচভিত্তিক সংগঠন চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের উদ্যোগে ২৬ মার্চ একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শতাধিক ব্যাচমেটদের নিয়ে।

সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট
রমজান মাসে জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে ১৫ থেকে শেষ রমজান পর্যন্ত রোজাদারদের জন্য ইফতার ও সাহরীর আয়োজন করেছে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট। এ কর্মসূচি আয়োজনের প্রথম দিবসে ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন, ট্রাস্টের বিভিন্ন মানবিক কার্যক্রমের আওতায় ১৫ রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন ৬০০ জন রোজাদারের ইফতার এবং ২০ রমজান হতে প্রায় ১৬০ জন ইতিকাফকারীর রাতের খাবার ও সাহরীর ব্যবস্থা থাকবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, পিপলস্ ইন্স্যুরেন্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল মোস্তফা, আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিল উদযাপন পরিষদের সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম প্রমুখ।

ছাত্রলীগ নেতা শৈবাল দাশ
মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক শৈবাল দাশের সভাপতিত্বে ও ছাত্রনেতা রাজবীর আকাশের সঞ্চালনায় আনসার ক্লাবস্থ অপরাজেয় বাংলাদেশের কার্যালয়ে ঈদ উপহার ও ইফতার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। উপস্থিত ছিলেন জাবেদুল আলম সুমন, ইকবাল বাহার চৌধুরী, প্রকৌশলী সৈকত দাশ, ওয়াহেদ রাসেল, রাশেদ চৌধুরী, পৌলম দেব বুবুন, তারন দাশ প্রলয়, রত্নেশ্বর দাশ জিতু, কাজী সারাফাত হোসেন সাফী।

দেবাশীষ পাল দেবু
মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ও যুব সংগঠক মো. সাকিব হোসেনের ব্যবস্থাপনায় নগরীর ৪০নং ওয়ার্ডের কাটগড় ধুমপাড়ায় ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতারি বিতরণ করা হয়। যুবলীগ নেতা দিদারুল আলমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাহাবুব আলম ও সাকিব হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, লোকমান, ইয়াসির আরাফাত, রানা মোতালেব, আকবর জুয়েল, বেলাল, আলী আজম, আলী হায়দার, মান্নান, জালাল, সুমন, ববি ইফু, মোজাহের ইসলাম, আকবর, মনির, সেলিম, জুয়েল রানা, আরাফাত, শরীফ, আকাশ, সুমন প্রমুখ।

শুলকবহর ওয়ার্ড যুবলীগ
রমজান উপলক্ষে ৮নং শুলকবহর ওয়ার্ডের মির্জাপুল এলাকায় যুবলীগের পক্ষে খেটে খাওয়া সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. আরাফাত হোসেনের উদ্যোগে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা রাকিবুল ইসলাম সেলিম, ৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. আরাফাত হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. রাব্বি, মো. রাফি, মো. ইব্রাহিম, মো. গোলাম হোসেন, মো. তাহের হোসেন, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শেখ অপুর্ব, মো. দেলোয়ার, মো. রিদয়, মো. শফিউল আজম, মো. শাওয়াল হোসেন, মো. সাকলাইন চৌধুরী।

প্রবর্তক মোড়ে ইফতার বিতরণ
বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় রমজান জুড়ে শিক্ষার্থী-শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছে তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ প্রবর্তক মোড়ে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী ওবাইদুল আলম শাকিল। উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন পারভেজ, সহ-সভাপতি শাহাজাদা চৌধুরী, ছাত্রলীগ নেতা হৃদয় ইউসুফ, জয়নাল আবেদিন রাহাত, মো. কাইম বাদশা, মোঃ আরফাত, মো. ইলহাম।

ছাত্রসেনা সারোয়াতলী শাখা
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সারোয়াতলী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ২৬ মার্চ সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ জাহেদুল ইসলাম সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম তৌসিফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মাওলানা আবদুন নবী আল ক্বাদেরী। উদ্বোধক ছিলেন ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি রফিকুল ইসলাম সিকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ইসতিয়াক উদ্দিন সিকদার, মোরশেদ চৌধুরী, লুৎফর রহমান সুজন, সাইফুউদ্দীন তাহেরী, মঞ্জুরুল ইসলাম সোহেল, আবদুল মান্নান, মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন রিয়াজ মাসুম সিকদার জিসান, শাওন, সিয়াম, টিপু, হাবিব প্রমুখ। শেষে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

কাউন্সিলর রুমকি সেনগুপ্ত
শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষ থেকে ১৬, ২০ ও ৩২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে ২৮ মার্চ পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর আন্দরকিল্লা, দেওয়ান বাজার ও চকবাজার ওয়ার্ডের প্রায় ৫০০ অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ‘খ’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি রতন কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু শীল, চকবাজার ওয়ার্ড ইউনিটের সদস্য মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, আন্দরকিল্লা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি তপতী সরকার, চকবাজার ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী বড়ুয়া প্রমুখ।

ছাত্রনেতা রিয়াজুল করিম
২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী সৈয়দ আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষে গত ২৭ মার্চ ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ করেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস। এসময় উপস্থিত ছিলেন ছিলেন রহিমদাদ খান বাদশা, মোহাম্মদ হেলাল উদ্দিন, রাজু চৌধুরী, জামশেদ আলম, শেখ কামাল, নুর খান, মো. সেলিম, নজরুল, লোকমান, সৈয়দ ফয়সাল আহমেদ, সৈয়দ মঈনুল করিম বিপন, সৈয়দ মর্তুজা বর্ষণ, যুবলীগ নেতা মো. রাজু, মো. রুমেন, মো. আলী খান, মো. রমজান, আরিফ, সবুজ, মো. জাবেদ, বিপু, শাহেদ রবিন, মো. ইয়াসিন, মো. ফরহাদ, মো. রনি, মিন্টু, ফাহিম, জানে আলম, পিনাক ভৌমিক, মোহাম্মদ সাকিব, হৃদয়, অয়ন, রাহাত প্রমুখ। শেষে কোরআন তেলোয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মুনিরীয়া যুব তবলীগ
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদ এর উদ্যোগে ২৬ মার্চ বেলা ৩ টা হতে আনোয়ারা তৈলারদ্বীপ সরকার হাট আল আমিন কমিউনিটি সেন্টারে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব ও দরবারের রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী রূহানী আম্মাজান (রাহ) এর সালানা ওফাত শরীফ স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যাপক নাছির উদ্দীন আহমদ, আল আমিন কমিউনিটি সেন্টার এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি
২৭ মার্চ বিকেলে বাংলাদেশ রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক সভা ও ইফতার মাহফিল নগরীর একটি রেস্তোরাঁয় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নুর নবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু জাফর মাহমুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি সালামত আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টু। বক্তব্য দেন রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি পাহাড়তলী কারখানা শাখার আহŸায়ক মো. বাচ্চু, সিসিএস শাখার সভাপতি গাজী মো. লিয়াকত আলী, সিআরবি শাখার আশরাফ হোসেন ভ‚ঁইয়া, ওপেন লাইন শাখার সভাপতি ইকরামুল হক চৌধুরী প্রমুখ।

এমএসকে ফাউন্ডেশন
নগরীতে এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ মার্চ ঈদবস্ত্র ও ঈদ উপহার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা রহিম উল্লাহ, জাইনুল মোস্তফা, মাওলানা ইমরানুল হক সাঈদ, মোহাম্মদ জাফর, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মিশকাত, মোহাম্মদ হাচ্ছান প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

আবদুল্লাহ আল আহসান হিমেল
চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবদুল্লাহ আল আহসান হিমেল’র উদ্যোগে ২৭ মার্চ রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন মো. আলমগীর, মো. সাইফুদ্দীন, দেলোয়ার হোসেন বাচা, মো. নিশাত, শহিদুল আলম জনি, মেহেদী আদনান, শাহরিয়ার শুভ, মো. আহাদুজ্জামান, মো. সৌরভ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ অহিদ, মোহাম্মদ রাতুল, মোহাম্মদ জারিফ, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ আরিফ, মিনকা, মোহাম্মদ বাহার, রাজু প্রমুখ।

পশ্চিম মাদারবাড়ি ইউনিট আ.লীগ
পশ্চিম মাদারবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার দুস্থদের মাঝে ২৯নং পশ্চিম মাদারবাড়ি ইউনিট আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরঘাট থানার আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আলাউদ্দিন হোসেন দুলাল। বিশেষ অতিথি ছিলেন আবছার উদ্দিন, আলমগীর হোসেন, বিবি মরিয়ম, মঞ্জুর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মো. ফয়সাল।

সূর্য সাথী
নগরীর বাদুরতলাস্থ ‘সূর্য সাথী’র উদ্যোগে মাসব্যাপী ইফতার কর্মসূচির ১৪তম দিনে পথচারী ও নানা যানবাহনে দুইশ’র অধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদ জাসেদ। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আজহারুল ইসলাম রুবেল, সোলাইমান সওদাগর, আমির হোসেন রতন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ খোরশেদ আলম, আমির মাহমুদ খসরু রাজু, রবিউল হোসেন, নুরুল আলম নুরু, জাহেদুল আলম নুরু, ইমরান হিশাম ইমু, মো. রুবেল, আশিকুল ইসলাম আশিক, মো. শিহাব উদ্দিন, আশরাফুল ইসলাম মিঠু, আরিফুর রহমান, কাজী মতিউর রহমান মুন্না, মো. হাসান, মাছুম, শান্ত গুহ, অভি তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি