ইপিজেড ও পতেঙ্গা সংসদের সম্মেলন ধর্মানুশীলন মানুষকে সৎ পথে পরিচালিত করে

20

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ইপিজেড ও পতেঙ্গা থানা সংসদের সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন ২০ ডিসেম্বর কাটগড় হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইপিজেড থানা সংসদের সভাপতি প্রকৌশলী বাসুদেব সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। উদ্বোধক ছিলেন মহানগর সংসদের পৃষ্ঠপোষক উত্তম মহাজন (নব)। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন মহানগর সংসদের উপদেষ্টা লায়ন মানিক রতন শর্মা। পতেঙ্গা থানা সংসদের সাধারণ সম্পাদক কাজল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী। অতিথি ছিলেন মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। প্রধান বক্তা ছিলেন মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। বিশেষ অতিথি ছিলেন মহানগর সংসদের সাবেক সহ-সভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তী, সাবেক প্রকাশনা সম্পাদক উত্তম শীল, পতেঙ্গা থানা সংসদের প্রধান উপদেষ্টা লিটন চৌধুরী, ইপিজেড থানা সংসদের প্রধান উপদেষ্টা চন্দ্রাশীষ ভট্টাচার্য্য, শিব ও কালী মন্দিরের যুগ্ম সম্পাদক সুনীল দত্ত, ইপিজেড থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীল। স্বাগত বক্তব্য দেন পতেঙ্গা থানা সংসদের সভাপতি সুজন শীল। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন ইপিজেড সংসদের সাধারণ সম্পাদক এডিশন দে রিজভী ও পতেঙ্গা সংসদের সাংগঠনিক সম্পাদক মিলন দাশ। ২য় অধিবেশনে প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে ও ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় সম্মেলনে সর্বসম্মতিক্রমে (২০২২-২৫) বাগীশিক পতেঙ্গা থানা সংসদে সুজন শীলকে সভাপতি ও কাজল চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বাগীশিক ইপিজেড থানা সংসদে এডিশন দে রিজভীকে সভাপতি ও স্বরূপ শীলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, ধর্মানুশীলন মানুষকে সৎ পথে পরিচালিত করে। ধার্মিক ব্যক্তি কখনো অসত্যকে প্রশ্রয় দেয় না। গীতা মানবমুক্তির সংবিধান। বিজ্ঞপ্তি