ইউপি নির্বাচন সাতকানিয়ায় ১০ জনের প্রার্থিতা বাতিল

16

সাতকানিয়ায় তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচনী এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠানে যুক্ত থাকা এবং ঋণ খেলাপি হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। গতকাল শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে তাদের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব মন্ডল জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানে যুক্ত থাকায় সাতকানিয়া সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রিদওয়ানুল কবিরের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া প্রাইম ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ড শাখা থেকে ঋণখেলাপি হওয়ায় কালিয়াইশ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহিদ হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নের সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্ন এবং কর পরিশোধের কাগজপত্রাদি জমা না দেওয়ায় পশ্চিম ঢেমশার স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীনের মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া ২৫ বছর পূর্ণ না হওয়া এবং ঋণখেলাপিসহ বিভিন্ন কারণে কালিয়াইশ, খাগরিয়া, সোনাকানিয়া, পশ্চিম ঢেমশা ও সাতকানিয়া সদরের ৭ ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
এদিকে মনোনয়ন বাছাইয়ের দিন উপজেলা পরিষদে বেশ কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রতিপক্ষের লোকজনের হাতে লাঞ্চিত ও মারধরের শিকার হয়েছেন। এ নিয়ে থানায় বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে।