আশরাফের জন্য দক্ষিণ জেলা আ.লীগের মাহফিল

47

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, একজন সৎ, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে সৈয়দ আশরাফুল ইসলাম সবার কাছেই গ্রহণযোগ্য ছিলেন। তাঁর অভাব পূরণ হবার নয়। দলের জন্য নিবেদিত ও বিশ্বস্থ সৈয়দ আশরাফুল ইসলাম সকলের জন্য অনুকরণীয়। গতকাল বিকেল ৪টায় ক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিলের পূর্বে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন,সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী ও স্পষ্টবাদীতা তাঁকে একজন ব্যতিক্রম রাজনীতিবিদ হিসাবে পরিচিতি দান করেছে। তিনি আমাদের প্রেরণার উৎস হিসাবে বেঁচে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি এড.একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড.মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড.জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, স্বাস্থ্য সম্পাদক ডা.তিমির বরণ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এড.কামরুন নাহার, ত্রাণ সম্পাদক শাহনাজ হায়দার শাহীন, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, আওয়ামী লীগ নেতা সফিউল আলম সওদাগর, প্রবাসী আওয়ামী লীগ নেতা হামিদ আলী, মো.আবছার, নবীদুর রহমান মুন্না, আবদুল হামিদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো.আবু তাহের, মো.আলী, আব্দুল্লাহ আল মামুন,ফরহাদুল আলম, মো.শওকত, চৌধুরী তানভীর, সুমন শিকদার, শাহাদত হোসাইন মানিক, আবু বকর জীবন, আবু তৈয়ব সোহেল প্রমুখ। মিলাদ-মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন লালদীঘি শাহী জামে মসজিদের খতিব মৌলানা রবিউল হাসান কাদেরী। খবর বিজ্ঞপ্তির