আরবান নেটওয়ার্কের ভার্চুয়াল সংলাপ

3

 

সিআরবি শুধু চট্টগ্রাম বা বাংলাদেশের নয়, এটি পুরো বিশ্বের সম্পদ। সিআরবির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে। সিআরবি রক্ষার জন্য চট্টগ্রামবাসী যেকোন ত্যাগ স্বীকার করতে রাজি আছে বলে আমার বিশ্বাস। ২৭ আগস্ট সন্ধ্যা ৭টায় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের ফোরাম চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক আয়োজিত ‘শ্বাসরোধ করে হাসপাতাল নয়’ শীর্ষক ভার্চুয়াল নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিআরবি রক্ষায় গঠিত নাগরিক সমাজের চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপম সেন।
ব্রাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী পরিচালক উৎপল বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, নাগরিক সমাজের সদস্য সচিব রাজনীতিবিদ মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানার্স সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, ইউএনডিপি বাংলাদেশের সহকারি আবাসিক প্রতিনিধি আশেকুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) সভাপতি সৈয়দা রিজোয়ানা হাসান, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা পারু।
স্বাগত বক্তব্য দেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ব্যবস্থাপক সায়মন রহমান, ইপসার প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহিন, ব্রাইট বাংলাদেশ ফোরামের নাসরিন সুলতানা খানম প্রমুখ। বিজ্ঞপ্তি