আনন্দী সঙ্গীত একাডেমির অনুষ্ঠান সম্পন্ন

9

আনন্দী সঙ্গীত একাডেমি আয়োজিত সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিজন কুমার চৌধুরীর ৮৩তম জন্মদিন ও ৮ম মৃত্যুবার্ষিকীর ২য় ও শেষ দিনে একাডেমির সভাপতি বিশুতোষ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আনন্দী সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তবলাশিল্পী সুরজিৎ সেন। অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, দোলন দেব সহকারী উপ-পরিচালক আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চট্টগ্রাম। বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। শেষে তবলাগুরু সুরজিৎ সেন পরিচালনায় উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানে ত্রিতালে বৃন্দ তবলা লহড়া পরিবেশন করেন শিল্পী সৌম্য চক্রবর্তী, তীর্থ বড়ুয়া, প্রান্ত দাশ, আদৃত চৌধুরী। এরপর মঞ্চে আসেন শিল্পী রোজী সেন, তিনি সেতারে ইমন রাগে খেয়াল পরিবেশ করেন তাঁর সাথে তবলা সঙ্গত করেন সুশান্ত কর চৌধুরী। পুষ্পিতা বণিক মালকোশ রাগে খেয়াল পরিবেশনা করেন তবলায় ছিলেন শিল্পী দেবু চক্রবর্তী তানপুরায় সম্পদ বড়ুয়া। এরপরে মঞ্চে উড়িষী নৃত্য পরিবেশন করে দর্শক ¯্রােতাদের আনন্দ দেয় বিশিষ্ট উড়িষী শিল্পী প্রমা অবন্তী ও তার দল। শিল্পী সুমন নাথের পরিচালনায় ১৫ জনের অর্কেস্ট্রা টিমের উচ্ছ¡াস বড়ুয়া, পূজা বড়ুয়া, টিটু কুমার দাশ, শামীম হোসাইন, লিয়াকত হোসাইন, অজিত মজুমদার, জয়নাল আবেদীন, অনিন্দ্য বড়ুয়া, দীপংকর বড়ুয়া, সঞ্জিত রায়, উর্মি দেব, হৃদিতা দাশ, জয় প্রকাশ ভট্টাচার্য্য ও দেবাশীষ দাশ দেশরাগে খেয়াল বাজিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী তূর্ণা বড়ুয়া। বিজ্ঞপ্তি