আইপিএল ভাগ্য খুলছে সাকিব-মোস্তাফিজের

8

 

ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় গত ৪ মে আইপিএল স্থগিতের ঘোষণা আসে। স্থগিত হওয়া এই টুর্নামেন্টটির বাকি অংশ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হবে সংযুক্ত আরব আমিরাতে। ওই সময় ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ড সফর স্থগিত করায় বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সামনে সুযোগ এসেছে আইপিএলে অংশ নেওয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনাপত্তিপত্রের আবেদন করলে তাদের আইপিএলে খেলার অনুমতি দেবে বোর্ড। আইপিএল খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলা হচ্ছে না সাকিবের।
আগামী ২৬ আগস্ট থেকে ১৫ সপ্টেম্বর হবে সিপিএল। কিন্তু ওই সময় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে। তাই সাকিবের ওই টুর্নামেন্ট খেলার কোনও সুযোগ নেই। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ১৫ অক্টেবর হবে প্রতিযোগিতার ফাইনাল। এই আসরে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস।