অসহায়দের মাঝে বিএনপি নেতা লিটনের ত্রাণ বিতরণ

10

 

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, করোনা মহামারীতে হতদরিদ্র মানুষগুলো অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। প্রশাসনের উদাসীনতার কারণে মজুদকারীরা জিনিসপত্রের দাম দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ ও মধ্যবিত্তের পরিবারের অবস্থা শোচনীয়। সমাজের ধনী ও বিত্তবানদের এই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
১১ আগস্ট বিকালে নগরীর সিআরবি এলাকায় ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্ববায়ক আবদুল মান্নান, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আবু ফয়েজ, মহানগর যুবদলের ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন আনু, বিএনপি নেতা শফিকুল ইসলাম, আবদুস সাত্তার, আবুল হোসেন আবু, রেজাউল করিম মানিক, মো. হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি