অর্থের অভাবে বিশ্বকাপ খেলা হলো না বাকির

32

চীনের বেইজিংয়ে চলছে আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপ- ২০১৯। এবারের আসরের ১০ মিটার এয়ার রাইফেলের ৫৩ নম্বর লেনটা ফাঁকা। এই লেনে দাঁড়িয়ে বিশ্বকাপে খেলার কথা ছিল গেল কমনওয়েলথ গেমসে পদক পাওয়া আব্দুল্লাহ হেল বাকি’র। কিন্তু বাকি সেখানে পৌঁছাতেই পারেননি! অথচ আজ খেলার কথা ছিল তার।
বাংলাদেশ নৌ-বাহিনীর পক্ষ থেকে বাকির অর্থের সংস্থান হলেও ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের যাওয়ার কোনো পৃষ্ঠপোষক পাওয়া যায়নি। অর্থাৎ আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবেই দেশ সেরা শ্যুটারের বিশ্বকাপে অংশ নেওয়া হলো না।
বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ গণমাধ্যমকে জানান, ‘ফান্ডের অভাবে আমরা যেতে পারিনি। শুধু অ্যাথলেট গেলে তো হবে না, কোচ ও ফেডারেশনের কর্মকর্তাদেরও যেতে হয়। আর আমরা যখন অনুমতি পেয়েছি তথন ভিসা নিয়ে সমস্যা দেখা দেয়, যাওয়ার অনুমতি পেতেও সমস্যা হয়। সবমিলিয়ে আর যাওয়া হয়নি।’