অবৈধভাবে মাছ ধরা বন্ধ হচ্ছে না

19

হাটহাজারী প্রতিনিধি

হালদা নদীতে অসাধু মাছ শিকারীরা অবৈধভাবে মা-মাছ শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিনের অভিযানের পরও তাদের দমন করা যাচ্ছে না।
গতকাল বুধবার বিকেলে হালদা নদীতে অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। এ সময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কালুরঘাট ব্রিজ, কচুখাইন, কধুরখিল এলকায় হালদায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি জানান, হালদায় কার্প জাতীয় মা-মাছ ফের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। আর এ সময়টাতে এক শ্রেণির অসাধু মাছ শিকারী অবৈধভাবে মা-মাছ শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। তাই হালদা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ।
এরই অংশ হিসেবে গতকাল বুধবার অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।