অনেকেই ব্রাজিলকে হিংসা করে: তিতে

2

২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিতে বলেছেন, ‘২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইতালির এক কোচ মিরান্ডাকে উপহাস করে বলেছিল, ‘বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে কেমন লাগে?’ পরে এটা শুনে আমি মিরান্ডাকে বলেছিলাম, বিদায় নিতে কেমন লাগে- এটা ওই কোচ বুঝবে না, কারণ সে কখনো ব্রাজিলের মতো দলের কোচ ছিল না, এমনকি নিজের দেশেরও কোচ ছিল না। এটাকে বলে হিংসা। এরকম অনেকেই ব্রাজিলকে হিংসা করে। কিন্তু তারা স্বীকার করতে চায় না। সবচেয়ে বেশি হিংসা করা হয় ব্রাজিলকেই।’
অবশ্য মানুষ কি বললো তা নিয়ে ভাবার ফুরসত নেই ব্রাজিল কোচের। কারণ এবারও তার সামনে ‘হেক্সা’ জয়ের মিশন। যদিও সেই ২০০২ সালের পর আর বিশ্বকাপের স্বাদ পায়নি সেলেসাওরা। তবে প্রতিবারের মতো এবারও তারা অন্যতম ফেভারিট। কিন্তু এবারও কি প্রত্যাশার চাপে পড়বে তারা? তবে বর্তমান দল নিয়ে তাই বেশ আশাবাদী ব্রাজিল কোচ বলেন, ‘আমি আশাবাদী। আমরা বিশ্বকাপে পৌঁছে গেছি, এখন সময় ফাইনালে ওঠার, চ্যাম্পিয়ন হওয়ার। বাছাইপর্বে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়েছি আমরা। টানা ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও আমাদের দখলে।’