অনাথ শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

126

আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সংগঠন মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাউজানের জগৎপুর আশ্রম অনাথালয়ে অনাথ শিশুদের খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গবেষক ও সমাজ সমীক্ষক নাট্যজন সুদর্শন চক্রবর্তী। ফোরামের সিনিয়র সহ-সভাপতি শিমুল নন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় দত্তের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মানবকল্যাণ ফোরামের প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক প্রদীপ দাশ, আশ্রম তত্ত¡াবধায়ক রাজকৃষ্ণ ভট্টাচার্য, ফোরামের সহ-সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক উদয় সিংহ, গৌতম পাল, অর্থ সম্পাদক অভি দাশ, সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, প্রচার সম্পাদক যাদব দাশ, সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ দত্ত, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সুব্রত শীল, কার্যকরী সদস্য রনি দাশ বিনয়, টিংকু দাশ, সুমন বণিক, খোকন চৌধুরী, অভয় দত্ত, শিমুল সেন, পলাশ চৌধুরী, সুমন দাশ, দূরবীন চৌধুরী, সুমন সেন, পল্টু বিশ্বাস, বাপ্পা ঘোষ, জুয়েল দত্ত (রাজু), রাজীব ঘোষ, চয়ন মল্লিক প্রমুখ। অতিথিবৃন্দ অনাথালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সুদর্শন চক্রবর্তী বলেন, সব মানুষই একসময় বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে যায়। আজ অনাথদের সেবার মাধ্যমে জীবন্ত বিগ্রহের পূজা হয়েছে। মানবতার পূজার মাধ্যমে প্রকৃত মানুষের সেবা করা সম্ভব। মানব বিগ্রহের অনন্য সেবায় কাজ করে যাচ্ছে মানবকল্যাণ ফোরাম। মানবসেবার মধ্যদিয়ে শান্তি লাভ করা যায়। সমাজের প্রত্যেকের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো। বিজ্ঞপ্তি