রাউজানে অগ্নিকান্ডে ২১ বসতঘর পুড়ে ছাই

15

রাউজানের কাগতিয়ার গোলজারপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২১টি বসতঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলজার পাড়ার সৈয়্যদ আহমদ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ২১ পরিবারের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে।
স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে নামাজ আদায় করতে মসজিদে যাওয়া স্থানীয় লোকজন মো. সেলিমের ঘরে আগুনের লেলিহান শিখা দেখে মসজিদের মাইকে তা এলাকাবাসীকে জানান। এরপর এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাউজান ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে হাটহাজারী ও রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পার্শ্ববর্তী ২১ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় লোকজনের ধারণা- মো. সেলিম এর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে হাসান, বাহাদুর, আবুল কালাম, মুহাম্মদ আলী, বাচা মিয়া, টুনু মিয়া,ফোরকান, সেলিম, বালি, বদি আলম, ফরিদা, হাবিবুল্লাহ, ইমতিয়াজ, জামশেদ, ওসমান রাবেয়া বেগম, জামাল, কামাল, হায়দার, বেলাল ও হান্নানের বসত ঘর পুড়ে গেছে।
খবর পেয়ে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দীন আরিফ, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী, নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি প্রদান করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা সার্বিক সহযোগিতা করবো।