মারকায পরীক্ষায় সাফল্যের শীর্ষে চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসা

143

দেশব্যাপী আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস আল আহলিয়া বাংলাদেশের মারকাযি পরীক্ষার ফলাফলে চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসা ২য় বারের মতো প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আওতায় অনুষ্ঠিত দেশ ব্যাপী মারকাযি পরীক্ষা- ২০১৯ এর পরীক্ষার ফল গত ২৩ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে দেশের সব কটি ক্বওমী মাদ্রাসার ছাত্ররা অংশ গ্রহণ করেন। যার ফলাফলে ১ম স্থান অধিকার করেছে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বিনী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা আল জামেয়াতুল কোরানিয়া ইউনুছিয়া মাদ্রাসা।
সেরা ফলাফলের পাশাপাশি পরীক্ষায় ২৮ জন ছাত্র বৃত্তি লাভ করে ২য় বারের মতো ১ম স্থান অর্জন করে অভাবনীয় সাফল্য লাভ করেছে বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডে।
উল্লেখ্য গত মাসে অনুষ্ঠিত ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস রাঙ্গুনিয়া থানা শাখার অধীনে অনুষ্ঠিত জামাতে নুহুম ৫ম শ্রেণীর সমাপনী বৃত্তি পরীক্ষায় চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার ২৭ জন ছাত্র বৃত্তি লাভ করে।
আল জামিয়া আল কুরআনিয়া ইউনুছিয়া আজিজুল উলূম মাদ্রাসার পরিচালক মুহাম্মদ মুছা মাদ্রাসার ছাত্ররা এ ফলাফলে মহান আল্লার নিকট শোকরিয়া আদায় সহ শিক্ষা পরিচালক সহ সকল শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর প্রতি কৃৃতজ্ঞতা প্রকাশ করেন ।
চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ আজগর মাদ্রাসার এ সাফল্যে মাদ্রাসার সকলকে অভিনন্দন জানিয়েছেন।