বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

21

বাংলাদেশ বৈদিক পরিষদ (বিবিপি) কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ৪ ডিসেম্বর সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রনধীর দে ও রিনিক পালের সঞ্চালনায় শুরুতে বেদ ও গীতাপাঠ করেন শিক্ষক উত্তম চক্রবর্তী ও তৃষা দে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক ডা. নারায়ন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। আশীর্বাদক ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। উদ্বোধক ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার বৈদ্য। প্রধান বক্তা ছিলেন পটিয়া হুলাইন-সালেহ নুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। অতিথি ছিলেন বৈদিক পরিষদ দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা এপিপি অ্যাড. উত্তম কুমার দত্ত, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ, দক্ষিণ জেলার উপদেষ্টা ব্যাংকার শম্ভুনাথ দাশ।
মুখ্য আলোচক ছিলেন বিবিপি কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. বাবুল চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ জনার্দ্দন বণিক, মহানগর কমিটির প্রধান পৃষ্ঠপোষক ডা. দেবাশীষ মজুমদার, উপদেষ্টা কানু বিকাশ মল্লিক, উপদেষ্টা মনোরঞ্জন সাহা, মাভৈঃ তারানাথ চক্রবর্তী, অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, মহানগর কমিটির সভাপতি দোলন কান্তি দাশ, দক্ষিণ জেলার সভাপতি ব্যাংকার নারায়ন কান্তি দাশ, উত্তর জেলার সভাপতি অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, কক্সবাজার জেলার আহ্বায়ক সাগর পাল সাজু। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন শিক্ষক মনিক চন্দ্র বৈদ্য।
বক্তব্য দেন রাজশ্রী মজুমদার চৌধুরী, রুমকি সেনগুপ্ত, সমীর দত্ত, সমীর ঘোষ, রাজীব দে শম্ভু, উজ্জ্বল সেন, রঞ্জন দত্ত, অন্তর দে বিশাল, জ্যোতি মল্লিক বাবু, দুর্জয় বিশ্বাস (চানু), জীবন মিত্র, জ্যোতিষ লিটন আচার্য্য, সুজন বল, শ্যামল দাশ, চন্দন চক্রবর্তী, সুভাষ চন্দ্র দাশ, ডা. শ্যামপ্রসাদ দাশগুপ্ত, বিকাশ চন্দ্র দে, অসীম মহাজন, ছোটন কান্তি দে, বিকাশ কান্তি দাশ, রাজু পাল, মানিক চন্দ্র শীল প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সকলের সর্বসম্মতিতে ব্যাংকার সুজয় কুমার দাশকে সভাপতি ও অধ্যক্ষ অনুপ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এছাড়া অধ্যাপক স্বদেশ চক্রবর্তীকে প্রধান উপদেষ্টা, সুকুমার বৈদ্যকে প্রধান সমন্বয়কারী ও প্রকৌশলী প্রবীর কুমার সেনকে প্রধান পৃষ্ঠপোষক করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও পৃষ্ঠপোষকমÐলী গঠন করা হয়। বিজ্ঞপ্তি