বিশ্ব মানবপাচার দিবস পালিত

31

‘সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগ : মানব পাচার প্রতিরোধ’ এ প্রতিবাদ বিষয়ের উপর ইউএস এইড, উইনরক ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম ইউনিট আয়োজিত এক আলোচনা সভা বাবু রাজেশ কান্তি পাল এর সভাপতিত্বে মেরন সান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সংস্থার চট্টগ্রাম মহানগর সভাপতি ড. মোহাম্মদ সানা উল্লাহ। এতে বক্তব্য দেন চট্টগ্রাম জজ আদালতের এপিপি জামাল হোসেন। সংস্থার প্রকল্পের প্রোগাম অফিসার মুখলিসুর রহমান ফরহাদীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপাধ্যক্ষ সিহাব ইকবাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, মোহাম্মদ ফাহাদ, মোতাসিম বিল্লাহ নাসিফ, আব্দুল মাজেদ, পিন্স সাহা, আদিব তাহানুল খান, আহনাফ ইসলাম, মো. আবেদ,রিয়াদুল আলম সামি, মোহাম্মদ শাহাদাত হোসেন, ইকবাল হাসান সৌরভ, তারেক হোসেন, মামুন,রাফি, আরেফিন সিদ্দিকী, মিসকাত, বিবেক শর্মা, আশরাফুল হাচান, আসিফ আল নোমান, হাসান আল মাহমুদ, আব্দুল্লাহ মিনহাজ প্রমুখ। বিজ্ঞপ্তি