বাস-মোটরসাইকেল সংঘর্ষে বান্দরবানে কনস্টেবল নিহত

24

বান্দরবানে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গত শনিবার রাত ১১ টায় জেলা শহরের রোয়াংছড়ি বাসস্টেশন সড়কের শিশু পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম ইমরান খান জনি। তিনি বান্দরবান পুলিশ লাইন্সে আর আই মুন্সি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশ কনস্টেবল জনি মোটরসাইকেল নিয়ে বালাঘাটা পুলিশ লাইন্স থেকে বান্দরবান সদরে আসার সময় শিশু পার্কের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জনিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার নির্দেশনা দেন। বান্দরবান থেকে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় বাস চালক সাইফুল ও হেলপারকে আটক করেছে পুলিশ, জব্দ করা হয়েছে বাসটি। নিহত পুলিশ কনস্টেবল
২০১৫ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করে। তার গ্রামের বাড়ী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।
পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, পুলিশ সদস্যের মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।