বান্দরবানে এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

26

বান্দরবানের আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, মো. শফিউল আলম, মো. বদিউল আলম, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার রাহুল বড়–য়া, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অতিথিরা আঞ্চলিক এসএমই পণ্য মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন।
আয়োজকরা জানান, এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বান্দরবানে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা চলবে। এবার মেলায় বিভিন্ন পণ্যের অর্ধশতাধিক স্টল অংশ নেবে।