বাগীশিক কক্সবাজার জেলা সংসদের সমন্বয় সভা

15

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের সাথে কক্সবাজার জেলা সংসদের সমন্বয় সভা গত ১৬ সেপ্টেম্বর দুই ধাপে কক্সবাজার শঙ্কর মঠ ও মিশন এবং ঈদগাহ কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগীশিক কক্সবাজার জেলা সংসদের সভাপতি মাস্টার রাজন আচার্য্য। জেলা সংসদের সাধারণ সম্পাদক নারায়ণ দাশ ও যুগ্ম সম্পাদক সুমন কান্তি দে এর যৌথ সঞ্চালনায় সভার শুরুতে গীতাপাঠ করেন মহিলা সম্পাদিকা সবিতা মল্লিক ও শিক্ষক অন্তি দে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ আহবায়ক কমিটির সদস্য লায়ন দিলীপ কুমার শীল। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ আহবায়ক কমিটির সদস্য দিলীপ কুমার ভট্টাচার্য ও প্রীতম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপম দাশ বলরাম, ঈদগাহ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মৃণাল আচার্য্য, সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রত, বাগীশিক কক্সবাজার জেলা সংসদের উপদেষ্টা মাস্টার জগদীশ শর্মা। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রীমন্ত পাল সাগর, অর্থ সম্পাদক তপন ধর, সাংগঠনিক সম্পাদক সুবল ধর, নির্বাহী সদস্য সজল ধর, দয়াল দে, কৃষ্ণপদ জ্যোতিষী, অনুরমা ধর, রূপনা পাল, স্বদেশী দে প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক গীতা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভায় ঈদগাঁও উপজেলাসহ কুতুবদিয়া ও পেকুয়া উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। শেষে বাগীশিক কেন্দ্রীয় ও কক্সবাজার জেলা নেতৃবৃন্দ ১০টি গীতা স্কুল পরিদর্শন করেন এবং স্কুলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিশ্রæতি ব্যক্ত করেন। এসময় বাগীশিক নেতৃবৃন্দ গীতার আদর্শ সবার মাঝে পৌঁছাতে সকলকে কাজ করার আহŸান জানান। বিজ্ঞপ্তি