বঙ্গবন্ধু সম্পর্কে জানবে স্কুলের শিক্ষার্থীরা

39

২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বাংলাদেশ সহ বিশ্বের মানুষ প্রস্তুতি নিচ্ছে। আমাদের দায়িত্ব হবে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলভিত্তিক বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা দেয়া। প্লে-নার্সারি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে বসে বঙ্গবন্ধুকে জানবে। এক্ষেত্রে শিক্ষকরা সহযোগিতা করলে এ কর্মসূচি শতভাগ সফল হবে। শনিবার বিকাল ৩টায় নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুলভিত্তিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক দায়রা জজ অ্যাডভোকেট মনজুর মাহামুদ খান এসব কথা বলেন। কর্মসূচির উদ্বোধন পরবর্তী নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, এ দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে ধারণ করে আমরা কাজ করছি।
আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করার জন্য প্রস্তুত। আমার স্কুলের ছাত্রীরা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সম্পর্কে অবগত। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য স্কুলভিত্তিক কর্মসূচির বিকল্প নেই। অরুন চন্দ্র বণিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক প্রণব রাজ বড়ুয়া। নাসিরাবাদ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী অদিতি দেব বঙ্গবন্ধুর শৈশব জীবন থেকে শুরু করে ১৯৭৫ সাল পর্যন্ত বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি