ফাঁকা রেলস্টেশন

60

লোকে লোকারণ্য। প্রতি কাউন্টারের সামনেই দীর্ঘ লাইন। এমনই চিরচেনা চট্টগ্রাম রেলস্টেশন এখন ফাঁকা। যাত্রী সমাগম নেই। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত মঙ্গলবার থেকে ট্রেন সার্ভিস বন্ধ থাকায় এমন পরিবেশ এখন চট্টগ্রাম রেলস্টেশনে।
রেলওয়ে পূর্বাঞ্চলের সদরদপ্তর সিআরবির অফিস পাড়াতেও এখন সুনসান নীরবতা। কয়েকটি বিভাগ খোলা থাকলেও বেশিরভাগ কর্মচারী আছেন ছুটিতে। মালামাল পরিবহনের ট্রেন পরিচালনার জন্য সংশ্লিস্ট কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে কাজ করছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ট্রেন সার্ভিস বন্ধ থাকলেও মালামাল পরিবহনের ট্রেন চালু আছে। এ বিভাগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে কাজ করছেন। কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকলেও নজরদারি আছে সবার।
জানা যায, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। পরে অগ্রিম টিকিট কাটা যাত্রীরা চট্টগ্রাম স্টেশনে গিয়ে টিকিট ফেরত দেন। তাদের টিকিট ফেরত নিয়ে টাকাও দিয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, মঙ্গলবার দীর্ঘ লাইন ধরে যাত্রীরা টিকিট ফেরত দিলেও আজ (গতকাল) স্টেশন ফাঁকা। গতকালই যাত্রীদের সব টিকিট ফেরত নেওয়া হয়েছে। এমন প্লাটফর্ম কখনো চোখে পড়েনি। এই রোগটি মহামারী আকারে ছড়ানোর আগেই পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছি।