প্রফেসর ফজলুল হকের ৭০ তম জন্মদিন উদযাপন

75

মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর ফজলুল হকের ৭০তম জন্মদিন উপলক্ষে দৈনিক পূর্বদেশ কার্যালয়ে আয়োজিত শুভেচ্ছা স্মারক ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজকে জাগ্রত করতে শিক্ষার পাশাপাশি কলমযুদ্ধ আরো ব্যাপকভাবে মানুষের মনকে নাড়া দিতে পারে। প্রফেসর ফজলুল হক এমন এক ব্যক্তি যিনি শিক্ষক, সমাজসেবক এবং কলাম লেখক হিসাবে জাতির বিবেক হয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর কলম ’৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় শানিত। তিনি যা বিশ্বাস করেন তাই বলেন এবং স্পষ্টভাবেই বলেন। লেখার সময়ও সত্যটি লেখার ক্ষেত্রে কার্পণ্য করেন না। তাই লেখক হিসাবে তিনি মহৎ। শিক্ষক হিসাবে তিনি অনুসরণীয়। গতকাল শনিবার বিকালে প্রফেসর ফজলুল হকের জন্মদিন উদ্যাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠান জামাল উদ্দিনের সভাপতিত্বে ও আ.ফ.ম. মোদাচ্ছের আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মহানগর সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ আবুল হাসেম, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাংবাদিক কামরুল হাসান বাদল, সাংবাদিক রাশেদ রউফ, সিইউজে সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, অধ্যাপক সামশুদ্দিন শিশির, অধ্যাপক ড. মাসুম চৌধুরী, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি ড. ফয়সাল কামাল চৌধুরী, দৈনিক পূর্বদেশ এর জিএম কামরুল ইসলাম হোসাইনী, দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ, দৈনিক পুর্বদেশের সহকারী সম্পাদক কবি কমরুদ্দিন আহমদ, সাংবাদিক কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সভাপতি আবদুর রহিম, ছড়াকার সংসদের পক্ষে ছড়াকার সাইফুদ্দিন সাকিব, মুক্তিযুদ্ধ একাডেমির ট্রাস্টের পক্ষে কবি শাহীন মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান শিবলী, দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়িকা কামরুন নাহার, এডভোকেট রোকনুজ্জামান মুন্না, কেন্দ্রীয় যুবলীগ নেতা ছাবের আহমদ, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাজিব হাসান রাজু, ছাত্রনেতা ইসমাঈল হোসেন শুভ, সংগঠক আসিফ ইকবাল, ন্যাপ নেতা মিথুন দাস, এডভোকেট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াছ প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন প্রফেসর ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি