পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওমান বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময়

36

বঙ্গবন্ধু পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রবাসী নেতৃবৃন্দ ওমানে অবস্থানরত প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে ফি মওকুফ, বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরকারি প্লট বরাদ্দ, সন্তানদের উচ্চশিক্ষা লাভে কোটা সহায়তা, সহজভাবে বিনা ভাড়ায় প্রবাসীদের লাশ প্রেরণসহ প্রবাসী স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবীর কথা তুলে ধরে স্মারকলিপি দিয়ে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন, জঙ্গি বিরোধী অভিযানে সফলতা ও রোহিঙ্গাদের আশ্রয় দানের ফলে দেশ, সরকার ও জনগণের মর্যাদা বেড়েছে। এসময় বঙ্গবন্ধু পরিষদ ওমানের পক্ষে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাব উদ্দিন, সিনিয়ন সহ-সভাপতি মুছা চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, য্গ্মু সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তৈয়ব, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তাহের তালুকদার প্রমুখ। এসময় প্রবাসী নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীকে ক্রেস্ট দিয়ে সম্মান জানান। খবর বিজ্ঞপ্তির