নিশিকান্ত খাল সংস্কার কাজ উদ্বোধন করলেন সাংসদ নজরুল ইসলাম

35

চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু রাস্তা-ঘাট, স্কুল কলেজ করলে হবে না। দেশের কৃষিকে এগিয়ে নেয়ার জন্য সরকার সারাদেশে খাল খননের প্রকল্প হাতে নিয়েছে। কৃষি ক্ষেত্রে উন্নয়ন ঘটলে দেশ এগিয়ে যাবে। সরকার মেগা প্রকল্পগুলোর মধ্যে খাল খনন ও সংস্কার কাজের জন্য বিশেষভাবে বরাদ্দ রেখেছেন। তারই ধারাবাহিকতায় চন্দনাইশে ১০ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলে চন্দনাইশের সংস্কার বিহীন খালগুলো সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল ১৬ ফেব্রুয়ারি সকালে চন্দনাইশ পৌরসভার বরুমতি খাল সংযুক্ত আড়াই কিলোমিটার নিশিকান্ত খাল সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী নুরুন্নবী, উপ-সহকারী প্রকৌশলী আজমানুর রহমান, আ.লীগ নেতা শেখ টিপু চৌধুরী, আবুল কাশেম বাবলু, আমজাদুল হক চৌধুরী দুলাল, যুবলীগ নেতা তৌহিদুল আলম, এসএম মুছা তছলিম, আবুল কালাম আজাদ প্রমুখ।