নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে

71

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন সংবিধান সম্মত সরকারের প্রভাবমুক্ত শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন না থাকায় নির্বাচন বরাবর প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি বলেন সংবিধান’র ৫১ নং অনুচ্ছেদে স’ুস্পষ্ঠ উল্লেখ রয়েছে যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সরকার কখনো নির্বাচন পরিচালনা করেন না।
নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কার্যক্ষেত্র স্বাধীন হবে। শুধুমাত্র সংবিধান এবং আইনের অধীন থাকবে। তিনি গত সোমবার বিকেলে নগরীর দামপাড়া ইমাম ম্যানসনস্থ দলীয় কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে নির্বাচনোত্তর পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় পরিচালনা কমিটির প্রধান এডভোকেট এম.আবু নাসের তালুকদারের সভাপতিত্বে কমিটির সচিব এইচ এম মুজিবুল হক শুক্কুরের সঞালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা এস এম ফরিদ উদ্দিন, মাওলানা কাজী জসিম উদ্দিন, কাজী আনোয়ারুল ইসলাম খাঁন, এস এম সিরাজ উদ্দিন তৈয়বি, ইসলামিক ফ্রন্ট দক্ষিণ জেলার সভাপতি স.ম হামেদ হোসাইন, উত্তর জেলার সভাপতি অধ্যাপক হাফেজ আহাম্মদ, নগর উত্তর দক্ষিণ মহানগরের সাধারণ সম্পাদকগণ এম. মহিউল আলম চৌধুুরী,মওলানা জয়নুল আবেদীন জিহাদী ও মওলানা স.ম শহিদুল হক ফারুকি, মওলানা এম ওয়াহেদ মুরাদ, ডা.আবু বক্কর সিদ্দিকি, মওলানা হেলাল উদ্দিন, সামছুদ্দোহা,মুফতি মওলানা শাহ্ আলম, ফেনীর এম.মঈন উদ্দিন, এ্যাডভোকেট ফেরদৌসুল আলম সেলিম,মিরসরাই আবদুল মন্নান, মোজাম্মেল হোসেন, জানে আলম নেজামী, পটিয়ার এম. মঈনউদ্দিন চৌধুরী হালিম প্রমুখ। খবর বিজ্ঞপ্তির