জেলা পুলিশের সংকলন ‘অগ্রযাত্রা’র মোড়ক উন্মোচন

28

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, সে অগ্রগতির ধারাকে সমুন্নত রাখতে সকলকে দায়িত্ব নিতে হবে। জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যে জেলা পুলিশ ইউনিটগুলোর সামগ্রিক উন্নয়নে নানামুখী কর্মকাÐ অব্যাহত রয়েছে। আর তারই চিত্র ফুটে উঠেছে চট্টগ্রাম জেলা পুলিশের প্রকাশিত ‘অগ্রযাত্রা’ সংকলনটিতে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা পুলিশের উন্নয়ন ও সাফল্যের তিন বছর উপলক্ষে ‘অগ্রযাত্রা’ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৩৪৪ পৃষ্ঠার চাররঙা সংকলনটিতে চট্টগ্রাম জেলা পুলিশের ইতিহাস, গত ৩ বছরে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার, জঙ্গিবাদ বিরোধী উদ্যোগ, উন্নয়নমূলক প্রকল্প ও জনহিতকর কর্মকাÐ এবং সাফল্য ও অর্জন তথ্য ও চিত্রে তুলে ধরা হয়েছে।
রেঞ্জ ডিআইজি বলেন, তথ্যবহুল সংকলনের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সুপারসহ সম্পাদনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ত ও গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও এ ধরনের একটি সংকলন প্রকাশ করা নিঃসন্দেহে কঠিন কাজ। চট্টগ্রাম জেলা পুলিশ এ ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সাফল্যের শিখরে। আর সেই চেতনায় অনুপ্রাণিত হয়ে পরিচ্ছন্ন, আধুনিক পুলিশি ব্যবস্থার রোল মডেল হিসেবে দাঁড় করানোর স্বপ্নযাত্রায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। এই ক্ষুদ্র প্রয়াসে তুলে ধরা হয়েছে গত তিন বছরের চট্টগ্রাম জেলা পুলিশের সেই সাফল্য ও অর্জনের গল্প। জেলা পুলিশ সুপার নুরেআলম মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি পদন্নোতিপ্রাপ্ত চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ। এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট, আরআরএফ, সকল সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।