ক্যাব ও আমেরিকান কর্নারের মানববন্ধন চট্টগ্রামকে বাসযোগ্য করতে বায়ুদূষণ নিয়ন্ত্রণের দাবি

36

ঢাকা বর্তমানে পৃথিবীতে বসবাসের অযোগ্য নগরীর ৩নং স্থানে আছে। ঢাকার পরে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কো ও নাইজেরিয়ার রাজধানী লাগোস। ঢাকার মতো দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরীও বর্ষাকালে পানিতে তলিয়ে যায়, আর শীতকালে ধুলাবালি, শিল্প বর্জ্য, পাহাড় কাটার মাঠি ক্ষয়, কলকারখানার কালো ধোঁয়ায় ক্রমাগত বায়ুদূষণের কারণে বাতাসে সীসা ছড়িয়ে বসবাস অনুপযোগী হয়ে পড়ছে। এ অবস্থায় বায়ু দূষণরোধে দ্রæত এ দূষণের সাথে জড়িত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে পরিবেশ সংরক্ষণ বিষয়গুলি কঠোরভাবে মেনে চলতে বাধ্য করা ও আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোকে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে। গত ১২ ডিসেম্বর নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও আমেরিকান কর্নারের যৌথ উদ্যোগে ‘পেতে হলে সুস্থ জীবন-রুখতে হবে বায়ুদূষণ’ এর দাবিতে মানববন্ধন এ বিভিন্ন বক্তাগণ উপরোক্ত দাবি জানান।
ক্যাব দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক শাহাব উদ্দীন, অধ্যাপক শামশুদ্দিন শিশির, জিনাত আজম, রেবেকা নাহরিন, খালেদা আওয়াল, তৌহিদুল ইসলাম, লায়ন প্রকৌশলী হাফিজুর রহমান, শাহীন চৌধুরী, নবুয়াত আরা সিদ্দিকী, হেলাল চৌধুরী, সালাহ উদ্দীন আহমদ, অ্যাড. সুচিত্রা গুহ, লায়ন এম আজিজ, জানে আলম, অধ্যক্ষ মনিরুজ্জমান, আবু ইউনুচ, সেলিম সাজ্জাদ, মো. সেলিম জাহাঙ্গীর, রেশমী আকতার, মুক্তা শেখ মুক্তি, কায়সার আলী, লায়ন এম আজিজ, উৎফল বড়–য়া, জসিম উদ্দীন, সালমা জাহান, জিয়া, দিদারুল আলম প্রধান, ইমতিয়াজ মোরশেদ খান, শাহাদত হোসেন, রেবা বড়–য়া, জসিম উদ্দীন, আমেরিকান কর্নারের পরিচালক রুমা দাস প্রমুখ। বিজ্ঞপ্তি