কক্সবাজারে ৩৫টি পয়েন্টে ফ্রি ওয়াই-ফাই জোন

24

কক্সবাজারে ৩৫টি পয়েন্টে ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল শনিবার দুপুর ১ টায় ওয়াই-ফাই জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়বে তরুণ সমাজ। তথ্য ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণরাই। শিক্ষিত তরুণ প্রজন্মকে আর বিদেশে শ্রমিক হিসেবে যেতে হবে না। নিজ জেলায় বসে প্রযুক্তির মাধ্যামে আয় করতে পারবে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক দেশ গড়ে তোলা সম্ভব।
প্রতিমন্ত্রী পলক কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে কলাতলী মোড়ে হাঙ্গর ভাস্কর্যটি সরিয়ে সার্ফিং ভাস্কর্য স্থাপন করার অনুরোধ করেন। নতুন ভাস্কর্যটি হবে,‘ওয়েলকাম টু সার্ফিং সিটি’। যা বিদেশিদের কাছে কক্সবাজারকে সার্ফিং সিটি হিসেবে তুলে ধরবে।
প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ফেসবুকিং করলে হবে না। ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করতে হবে।
তিনি বলেন, আমরা একশটি উদ্যোগকে সফলভাবে সবার কাছে নিয়ে যাওয়ার জন্য ১০০টি স্টার্টঅ্যাপকে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড প্রদান করব। যেখানে ১০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত তাদেরকে প্রদান করা হবে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড আমরা চলমান রাখব।
তিনি আরও বলেন, ২০০১ সালে খালেদা জিয়ার অদক্ষতার কারণে দেশে সাবমেরিন ক্যাবল চালু হয়নি। অথচ তখন সাবমেরিন ক্যাবল থাকলে দেশ আজ অনেক দূর এগিয়ে যেত।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরখান আহমেদ বলেন, কক্সবাজারে সবকিছু আছে। বড় মনের মানুষের মাধ্যমেই এ শহরের পরিবর্তন ঘটানো সম্ভব। প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নে কক্সবাজারে সবকিছু দিচ্ছেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ।