এতিমখানায় প্রয়াসের চাল বিতরণ

55

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে নগরের প্রবর্তক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ৪ অক্টোবর বিকালে সমাজের হতদরিদ্র এবং বিভিন্ন এতিমখানায় চাল বিতরণ করা হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির সার্বিক পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলার সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠান উদ্বোধন করেন মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বিশেষ অতিথি ছিলেন সংস্কার বাংলাদেশের উপদেষ্টা লায়ন ডা. এম জাকিরুল ইসলাম, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, বেলায়েত হোসেন চৌরুরী রুবায়েত, হেফাজ উদ্দীন আহমেদ, মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এবং ফেরদৌস আরা, পাঁচলাইশ কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজ্জাম আহমেদ বাবু, সিনিয়র ব্যাংকার মো. ফজলুল বারী চৌধুরী এবং আয়োজন কমিটির চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান রাসেল। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কিবরিয়া হোসাইন বাপপী, আলমগীর মো. ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, অর্থ সম্পাদক ওমর ফারুক আসিফ, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, আপ্যায়ন সম্পাদক ইঞ্জিনিয়ার মু. নাজমুল হক, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য আবু শাহাদাত মো. সায়েম, জসিম উদ্দিন চৌধুরী রিপন, হিমেল মন্ডল, মো. সলিম উল্লাহ মজুমদার, শাহ মো. ইমরান চৌধুরী, মো. হাবিবুর রহমান, মো. জুলফিকার আলী রাশু, মো. সুলতান মাহমুদ রাজীব, তৌহিদুল ইসলাম, আব্দুল মান্নান, মো. মাসুম, মো. টিপু সুলতান, অফিস সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রয়াস অবহেলিত এবং ভাগ্যাহত মানুষের জন্য নিরবে এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। তাই প্রয়াস সম্প্রতি চট্টগ্রামে সেরা সামাজিক সংগঠন হিসেবে নির্বাচিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াসের উপদেষ্টা লায়ন ডা. এম জাকিরুল ইসলাম সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি