ঈদবস্ত্র ও ইফতারসামগ্রী বিতরণ

92

জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট :
গত বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ চেম্বার হাউস-এ ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’ হতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে শিক্ষা-চিকিৎসা-বিবাহ, গৃহ নির্মাণ খাতে আপদকালীন সহায়তা প্রদানের ধারাবাহিক কর্মসুচির অংশ হিসাবে ৮ জনকে কয়েক লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদানকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সেক্রেটারী ইনচার্জ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সিনিয়র যুগ্ম-সচিব মো. আলতাফ উদ্দিন, চট্টগ্রাম চেম্বার এর মিডিয়া ইনচার্জ মো. মোকাম্মেল হক খান, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন ও মোহাম্মদ আবচার প্রমুখ।
আবদুল মাবুদ দোভাষ :
গত শুক্রবার বাদে আছর হতে ফিরিঙ্গিবাজার এয়াকুব নগরে ঐতিহ্যবাহী দোভাষ পরিবারের আবদুল মাবুদ দোভাষ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আবুল মনছুর চৌধুরী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ইন্টারন্যাশনাল ২য় ভাইস গভর্ণর আল শাহাদাত দোভাষ সাগর। ইকরাম চৌধুরী আকিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদ্যোক্তা আবদুল মাবুদ দোভাষ, ইফতেখার আলী দোভাষ ইফু, মাহমুদুর রহমান বাবুল, সোহেল ওসমান মামুন, ওসমান গণি বাবুল, ইলিয়াছ আলী, মো. মিজান, পারভেজ দোভাষ, আবদুর রহমান, ইমরান চৌধুরী আরিফ, রাজীব, মানিক, ওসাম, অপু, সাকিল, স্বপন, সাজু, রায়হান, রনি, রাসেল, আসিফ, হামিম, আয়াস।
কিংডম অব ফানি পিপল :
অনলাইনভিত্তিক সংগঠন কিংডম অব ফানি পরিবারের উদ্যোগে অসহায় শিশুদের মাঝে ঈদবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। অপরাজেয় বাংলাদেশ কার্যালয়ে সংগঠনের এডমিন আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাহেদ হাসান রেজা কাদেরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহিউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ জামশেদ। ইফতার মাহফিল পূর্বে ৫০ জন অনাথ শিক্ষার্থীর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
আশেকানে হক ভান্ডারী পরিষদ :
আশেকানে হক ভান্ডারী পরিষদ চাপরি পটিয়া শাখার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোকসেদুর রহমান দুলাল। প্রধান আলোচক ছিলেন আশেক রসুল রোকন। পরিষদের প্রতিষ্ঠাতা এএস আই খোরশেদুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মোশারফ হোসেন, জাহাংগির আলম, মৌলানা শাহেদুল ইসলাম, মৌলানা দেলোয়ার হোসেন। সভা শেষে শত দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
উরকিরচর খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশন :
দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার আজম। এসময় উপস্থিত ছিলেন কাউছার আলম, মৌলানা লোকমান হোসেন, তারেক আজিজ, আরিফুল ইসলাম, মো. শাহজাহান, আব্দুর রহিম রুবেল, কাউছারুল আলম, মো. তৌহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি