অবিনাশী আগুনে পোড়ে শোকার্ত স্বদেশ : মফিজুর

27

১৯৭১ সালের ২৫ মার্চ বিভীষিকাময় সেই কালরাতে হয়েছিল গণহত্যা। দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবীতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজনে সোমবার দুপুরে কালারপোল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাউদার্ণ ইউনিভার্সিটির অধ্যাপক ও কালারপোল উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম এর উপস্থাপনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও শিক্ষাবিদ শামসুদ্দীন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কালারপোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী। আলোচনা করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ সহ-সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, এ কে এম আবু ইউসুফ, আইন কলেজ ছাত্রলীগ ছাত্রসংসদের সভাপতি রহমত উল্যাহ রিফাত, ভিপি আবদুল খালেক সোহেল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুল, জিএস মাহফুজুর রহমান মাহফুজ, সমাজসেবক আবদুস সবুর, রাবেয়া খাতুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, পুরো প্রজন্ম নিশ্চিহ্নে চক্রান্তের অংশ হিসেবে পাক সামরিক বাহিনী ১৯৭১ সনে ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট শুরু করে। সেই দিন ইয়াহিয়ার নির্দেশ ছিল মানুষ নয়, মাটি চাই। তাই তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা, অগ্নি সংযোগ ও লুটপাট চালায়। অবিনাশী আগুনে পোড়ে শোকার্ত স্বদেশ। ঘুমন্ত মানুষকে বর্বরোচিতভাবে এহেন হত্যা ইতিহাসে বিরল ঘটনা। বিজ্ঞপ্তি