কাঞ্চননগর রেল স্টেশনে অযত্নে পড়ে আছে তেলবাহী ওয়াগন

115

উপজেলার কাঞ্চননগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘ ১৭ দিন ধরে পড়ে আছে একটি তেলবহনকারী খালি ওয়াগন। দীর্ঘ সময় ধরে রেলের এ মূল্যবান ওয়াগনটি পড়ে থাকলেও উদ্ধারের ব্যবস্থা নিচ্ছেন না সংশ্লিষ্টরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে কাঞ্চননগর স্টেশনের উত্তর পাশে মুক্তিযোদ্ধা মনছফ আলী মাস্টার-জাহানারা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় পাশে গত ১ অক্টোবর চট্টগ্রাম অভিমুখী তেল বহনকারী ওয়াগন লাইনচ্যুত পড়ে আছে। পরদিন ২ অক্টোবর লাইন থেকে দুর্ঘটনায় কবলিত ১টি তেল বহনকারী খালি ওয়াগন রেল লাইনের পাশে সাধারণ মানুষের চলাচলের পথে সরিয়ে রাখা হয়। দীর্ঘ ১৭ দিন অতিবাহিত হলেও রেলের কর্তৃপক্ষ খালি ওয়াগনটি না সরানোর কারণে বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ব্রিক ফিল্ডের মালিক মনিরুল ইসলাম বলেছেন, রেল লাইনের পূর্বপাশে এবং রেল স্টেশনে যাতায়তকারী সাধারণ মানুষ ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ পথ দিয়ে চলাচল করে থাকে। কিন্তু দীর্ঘ ১৭ দিন ধরে খালি ওয়াগনটি চলাচলের পথে পড়ে থাকার কারণে এসকল মানুষের চলাচলের পাশাপাশি যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট তথা রেলওয়ে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে খালি ওয়াগনটি উদ্ধারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে রেলওয়ের পূর্বাঞ্চলের জ্যানারেল ম্যানেজার ছাদেকুর রহমান বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে খালি ওয়াগনটি উদ্ধারের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া ওয়াগনটি রেলওয়ের জায়গাতে পড়ে থাকলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি সঠিক নয়। কারণ রেলওয়ের জায়গার উপরদিয়ে অবাদে চলাচল বা সড়ক থাকাটা যথাযথ নয়।