‘সমাজ ও দেশ বিনির্মাণে রয়েছে সাংবাদিকদের অবদান’

15

 

বাংলাদেশ বৌদ্ধ সমিতির সমাজ কল্যাণ সম্পাদক ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লায়ন টিংকু বড়ুয়ার সাথে চট্টগ্রামে কর্মরত টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টসদের মতবিনিময় সভা ১৩ অক্টোবর সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সহ-সভাপতি রনি দাশ, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সনজীব দে বাবু। মতবিনিময় সভায় লায়ন টিংকু বড়ুয়া বলেন, টেলিভিশনের চিত্র সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করেন। তুলে ধরেন সমাজের প্রামাণ্য চিত্র। সমাজ ও দেশ বিনির্মাণে তাদের অবদান অপরিসীম। টেলিভিশনের চিত্র সাংবাদিকদের ক্যামেরাতেই ফ‚টে উঠে সমাজের ভালোমন্দ, অসংলগ্নতা। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সাংবাদিকরা সুন্দর সমাজ বিনির্মাণে অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা। এ সময় তিনি জাতির জনকের আদর্শকে ধারণ করে তারই স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করতে সবার প্রতি আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমরাউল কায়েস মিঠু, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, নির্বাহী সদস্যহাসান উল্ল্যাহ, সুমন গোস্বামী, অমিত দাশ, রবিউল হোসেন টিপু, মোহাম্মদ আলমগীর, মো. সেলিম উল্ল্যাহ, মো. নুর জামাল আতিক, মোহাম্মদ সাখাওয়াত হোসেন টিপু, জেরম গোমেজ রনি, মোহাম্মদ মনসুর, মো. ইমরান হোসেন ইমু। বিজ্ঞপ্তি