ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিদের সাথে তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়

5

 

উদ্যোক্তা সৃষ্টিতে সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও এ থেকে উত্তরনের উপায় বিষয়ে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধি-ওরেঞ্জ কর্ণারের সাথে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় গত ২১ নভেম্বর নগরীর আগ্রাবাদস্থ সফ্টওয়ার টেকনোলজি পার্কের মিলনায়তনে। বৈঠকে অংশগ্রহণকারীরা পরিপূর্ণ উদ্যোক্তা তৈরিতে ইকোসিস্টেম এর বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন।
বৈঠকে নেদারল্যান্ডস এর অরেঞ্জ কর্ণারের প্রোগ্রাম ম্যানেজার থিওডর ক্লোভাস উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে ব্যবসায়িক অবকাঠামো ও পরিবেশকে শক্তিশালীকরণ, উদ্যোক্তা সৃষ্টি বান্ধব প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সহায়ক পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।
উক্ত গোল টেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন অরেঞ্জ কর্ণারের ইনোভেশন ফান্ডের এ্যাডভাইজার মাইক সিপস, ঢাকাস্থ নেদারল্যান্ড্স দূতাবাসের ইকোনোমিক অ্যাফেয়ার্সের ফার্স্ট সেক্রেটারি বাস বøাও, ইকোনোমিক এ্যাফেয়ার্সের সিনিয়র এ্যাডভাইজার মাহজাবিন কাদের, সিনিয়র এ্যাডভাইজার মুন্নুজান খানম, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট খালিদ হাসান, মমতা’র পরিচালক ও স্ট্রাটআপ চট্টগ্রামের এ্যাডভাইজার তৌহিদ আহমেদ, তরুন উদ্যোক্তা আজিজুর রহমান খান, ওয়াসফি তামিম, বোরহানুল হাসান চৌধুরী, হাসনাথ মো. আবু উবাইদা, তাহসিন জুনায়েদ, মাশুরুফ আহমেদ, নাজমুস সাকিব, স্ট্রার্টআপ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সিইও আরফাতুল ইসলাম আকিব প্রমুখ।